ছাত্রলীগের হামলায় রক্তাক্ত ছাত্রদল নেতা
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান রাসেলকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার রাত ৯টার দিকে শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
আহত রাসেল লক্ষ্মীপুর সরকারি কলেজে মাস্টার্সের (ব্যবস্থাপনা বিভাগ) ছাত্র এবং দক্ষিণ মজুপুর গ্রামের শাহিদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দু্ল্লাহ আল মামুন ও ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ কয়েকজন নেতাকর্মী সামাদ স্কুলের সামনে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহসীন কবির সাগর ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মী মোটরসাইকেলযোগে এসে তাদের ওপর হামলা চালায়। এতে রাসেল রক্তাক্ত জখম হয়। তার মাথা ও মুখের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, মারামারি হয়েছে বলে শুনেছি। তবে কী কারণে, কারা তার ওপর হামলা করেছে বিষয়টি আমার জানা নেই।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এফএ/এমএস