মোবাইল চুরির অভিযোগে শিশুকে পেটালেন এতিমখানার সুপার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মোবইল চুরির অভিযোগে লিয়ন (১১) নামে এক এতিম শিশুকে পিটিয়ে গুরুতর জখম করেছে এতিমখানার সুপার। বৃহস্পতিবার রাতে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই শিশুর মায়ের অভিযোগ, মোবাইল ফোন চুরির অপবাদে জেলার পীরগঞ্জ উপজেলার বীরহলী এতিমখানা মাদরাসার ছাত্র লিয়নকে বুধবার সন্ধ্যায় সুপার আবুল বাশার লাঠি দিয়ে বেদম পিটিয়ে এতিমখানা থেকে বের করে দেয়।

এ অবস্থায় মাদরাসার পেছনেই রাত কাটায় সে। পরদিন বৃহস্পতিবার মাদরাসার কয়েকজন ছাত্র তাকে তার নানার বাড়িতে পৌঁছে দেয়। অবস্থা বেগতিক দেখে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, তারা ঘটনাটি জানেন। অভিযুক্ত শিক্ষককে আটকের জন্য অভিযান চলছে।

রবিউল এহসান রিপন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।