মহেশপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৭

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার হামিদপুরপাড়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- হামিদপুর পাড়ার গোলাম মোস্তফার ৩য় শ্রেণিতে পড়ুয়া মেয়ে মাধুরী ও ২য় শ্রেণীতে পড়ুয়া ছেলে মাহাবুব।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তর্তা (ওসি) আহম্মেদ কবির জানান, মাধুরী ও মাহাবুব বাড়ির পাশে খেলা করার সময় একটি ডোবায় পড়ে যায়। বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ডোবার পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ভাই-বোনের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।