গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত


প্রকাশিত: ০৬:১৬ এএম, ১৫ জুন ২০১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এসময় তাদের দেড় বছরের শিশু পুত্র গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করেছেন।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে গাইবান্ধার নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়কে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের আজেপাড়া মাদ্রাসার সামনে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাইবান্ধা থেকে একটি ট্রাক বামনডাঙ্গার দিক যাচ্ছিল। অপরদিক থেকে একটি মোটরসাইকেলে করে আছমা বেগম (৩৫) ও তার স্বামী মতিয়ার রহমান (৫২) তাদের পুত্র সন্তানকে নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এসময় ট্রাক ও মোটরসাইকেলটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান।  শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরে।  

অমিত দাশ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।