ডাবরী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:৪৫ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুরের ডাবরী সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (২৪) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে ভারতের ফুলবাড়ি ১৭১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাজ্জাক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

স্থানীয় সূত্র দাবি করছে, গত রাতে কয়েকজন ব্যবসায়ী গরু আনতে ভারতে যান। এসময় বিএসএফ তিন রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে রাজ্জাক মারা যায়। অন্যরা পালিয়ে ফিরে আসে।

তবে ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে একজন মারা গেছে এটা নিশ্চিত। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


বিজিবির সংশোধনী : ঠাকুরগাঁও সীমান্তের বিপরীতে ভারতের মধ্যে বিএসএফ এর গুলিতে নিহত ব্যক্তি বাংলাদেশি নয় বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় এক ক্ষুদে বার্তা পাঠিয়ে এ তথ্য জানিয়েছে বিজিবি।

পরে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোহসিন রেজা জানান, নিহত যে ব্যক্তির কথা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তিনি জীবিত রয়েছেন। আমরা খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি বিএসএফ এর গুলিতে নিহত ব্যক্তি বাংলাদেশি নয়। তবে নিহত ব্যক্তি ভারতীয় কিনা তা বিএসএফ এখনও নিশ্চিত করে নি।

রবিউল এহসান রিপন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।