সেক্টর কমান্ডার শহীদ নাজমুল হককে রাষ্ট্রীয় খেতাব প্রদানের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হকের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। এদিনে শহীদ মেজর নাজমুল হককে মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের দাবি তুলেছে একুশে পরিষদ নওগাঁ।

এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। বুধবার সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী শহরের নওজোয়ান মাঠের সামনে রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, মুর্ত্তজা রেজা, মোহাম্মদ বিন আলী পিন্টু, সহ-সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক এমএম রাসেল, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু দেবনাথ প্রমূখ।

বক্তরা বলেন, রাষ্ট্রীয় সম্মাননা না পেলেও জনতার কাছে তিনি একজন প্রকৃত বীর। তিনিই একমাত্র সেক্টর কমান্ডার, যিনি যুদ্ধকালীন সময়ে মৃত্যুরণ করেছিলেন। মুক্তিযুদ্ধের সময়কালে তিনি সম্মুখ যুদ্ধেই কেবল অংশ নেননি, একই সঙ্গে স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন লড়াই করার জন্য। ৭নং নম্বর সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আব্বাস আলী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।