বিধবাকে ধর্ষণ করলেন যুবলীগ নেতা, অবশেষে গর্ভপাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫:০২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

 

ঠাকুরগাঁও সদরে ‘বিয়ের আশ্বাসে’ বিধবাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। একই সঙ্গে জেলার ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনের বিরুদ্ধে ওই নারীর পাঁচ মাসের ভ্রুণ গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে।

অসময়ে গর্ভপাতে রক্তক্ষরণের কারণে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ওই বিধবা। এ ব্যাপারে কথা বলতে বাবুলের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।

জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ওই বিধবার স্বামী সাত বছর আগে মারা যান। এ সুযোগে সহযোগিতার কথা বলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন তিন বছর আগে ওই বিধবার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

বিভিন্ন সময়ে অবৈধ মেলামেশা করায় ওই বিধবা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তিনি বিয়ের জন্য চাপ দিলে বাবুল তাকে গর্ভপাত ঘটানোর শর্ত দেন। সোমবার গৃহবধূর পাঁচ মাসের গর্ভের ভ্রুণ ঢোলারহাট এলাকার এক গ্রাম্য ধাত্রী গর্ভপাত ঘটায়।

এতে ওই গৃহবধূর রক্তক্ষরণ শুরু হলে তাকে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন গুরুতর অসুস্থ গৃহবধূ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন ওরফে নির্মল রাতে ওই বিধবাকে দেখতে হাসপাতালে যান। তিনি গর্ভপাতের শিকার ওই বিধবার খোঁজ-খবর নেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নির্মল বলেন, ধর্ষিত বিধবা তার ইউনিয়নের এলজিইডির রাস্তা তদারকি এলসিএস কর্মী। তার সঙ্গে কোনোরূপ অনাচার হয়ে থাকলে তিনি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ নিয়ে নির্যাতিতা নারী অভিযোগ করেন, ইউনিয়ন যুবলীগ নেতা বাবুল বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘ তিন বছর তাকে ফুসলিয়ে ধর্ষণ করে আসছেন। সর্বশেষ তার গর্ভ পরীক্ষা করার নাম করে গর্ভপাত ঘটানো হয়।

এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র বর্মন বলেন, যুবলীগের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম করে থাকলে যুবলীগ তার দায়-দায়িত্ব নেবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে যুবলীগের কোনো আপত্তি থাকবে না।

জানতে চাইলে রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, ঢোলারহাট ইউনিয়ন যুবলীগ নেতা বাবুলের বিরুদ্ধে এক বিধবার গর্ভপাত ঘটানোর অভিযোগ তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা রুজু করা হবে।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।