পূজা মণ্ডপের পাশে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্গাপূজা মণ্ডপে বিদ্যুৎ সরবরাহের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা সদরের হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় পূজা মণ্ডপের পাশে এ ঘটনা ঘটে।
রনি পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার বারচান্দুরা গ্রামের দেওয়ান অালী মিয়ার ছেলে। তিনি মাধবপুর উপজেলা সদরে একটি ডেকোরেটার্সে ইলেকট্রিকের কাজ করতেন।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতে হঠাৎ করে পূজা মণ্ডপের বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দেয়। এসময় রনি পূজা মণ্ডপের পাশের একটি খুঁটিতে কাজ করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজিজুল সঞ্চয়/জেএইচ