নড়াইলে মাদক বহনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৭ জুন ২০১৫

নড়াইলে মাদক বহনের দায়ে সবুজ আলী (২৯) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার জেলা ও দায়রা জজ মো. আব্দুল বাসার মুন্সি এ রায় দেন। সবুজ আলী বর্তমানে পলাতক রয়েছেন। সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকার শেখ রোস্তম আলীর ছেলে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি নড়াইল-যশোর সড়কের চাঁচড়া নামক স্থানে যাত্রীবাহী বাসে পুলিশের হাতে ত্রিশ বোতল ফেনসিডিলসহ সবুজ আলী  ধরা পড়ে। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় বুধবার বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন।

হাফিজুল নিলু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।