শরীয়তপুরে ইলিশ ধরার দায়ে ৫ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৬:৪০ এএম, ০৩ অক্টোবর ২০১৭
ছবি-প্রতীকী

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে শরীয়তপুরের নড়িয়াতে পাঁচ জেলের কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার সুরেশ্বর পয়েন্ট এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন - নড়িয়া উপজেলার চরাত্রা এলাকার ফারুক মালতের ছেলে রাজন মালত (১৮), খালেক সরদারের ছেলে মো. জামাল সরদার (২৫), কাদের বেপারীর ছেলে সাইফুল ইসলাম বেপারী (২২), রতুল উকিলের ছেলে সুমন উকিল (২০) ও ইয়াদুল চৌধুরীর ছেলে শুকুর চৌধুরী (৩৫) ।

উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা নৌপুলিশের সহযোগিতায় এ অভিযান চালান । পরে আটকদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি আটক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জব্দ ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন বলেন, ইলিশের প্রজনন মৌসুমকে নিরাপদ করতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

ছগির হোসেন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।