ইলিশ শিকারের দায়ে নড়িয়ায় ২৭ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:২৯ এএম, ০৫ অক্টোবর ২০১৭

ইলিশ শিকারের দায়ে শরীয়তপুর নড়িয়া উপজেলায় ২৭ জেলেকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার ৫০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বুধবার রাতে নড়িয়া উপজেলার এড়িয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১ হাজার ৫০০ কেজি ইলিশ মাছসহ সাতাশজনকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ২৪ জনকে দণ্ডিত করা হয়। আর ৩ জনকে জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা ও নৌ পুলিশ। পরে আটকদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত নড়িয়া মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দ করা ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ১ হাজার ৫০০ কেজি ইলিশ এতিমখানা, বিদ্যালয় ও মাদরাসার গরিব শিক্ষার্থীদের মাঝে বতিরণ করা হয়।

ছগির হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।