দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ১টার দিকে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়কের খুটারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর এলাকার মনোয়ার হোসেন (১৮) এবং একই ইউনিয়নের মদনের চর এলাকার রতন (১৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে খুটারচর এলকায় দ্রুতগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে দুটি মোটরসাইকেলই রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মনোয়ার হোসেন ও রতনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুভ্র মেহেদী/আরএআর/আরআইপি