পঞ্চগড়ে ট্রাকচাপায় নিহত ২
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় থ্রি-হুইলার চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার পামুলী ইউনিয়নের কালুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, থ্রি-হুইলার চালক এনামুল হক ও যাত্রী মুসা হক (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা সদরে যাওয়ার পথে যাত্রীবাহী একটি থ্রি-হুইলার কালুরহাট এলাকায় থেমে যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই থ্রি-হুইলারের উপর উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে থ্রি-হুইলারের যাত্রী মুসা হক ঘটনাস্থলেই মারা যান। এ সময় তিনজনকে গুরুতর আহত অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে চালক এনামুল হক মারা যান।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/এআরএ/পিআর