নড়াইলে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১০:৪৪ এএম, ১০ অক্টোবর ২০১৭

নড়াইলে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডদেশ দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির আবুল হোসেনের ছেলে মাহবুব হোসেন রাজু (২৪) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে আব্দুল আজিম (৩০)।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আবুল বাশার মুন্সী এ আদেশ দেন। এর মধ্যে রাজু আদালতে উপস্থিত থাকলেও আজিম পলাতক আছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২০ ডিসেম্বর নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় মোটরসাইকেল থামিয়ে ৮৯ বোতল ফেনসিডিলসহ রাজু ও আজিমকে আটক করে পুলিশ।

এ ঘটনায় নড়াইল সদর এএসআই ওলিউল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ছয়জনের সাক্ষ্য শেষে বিচারক এ রায় দেন।

হাফিজুল নিলু/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।