জামালপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৮২
জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার ৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার সাত উপজেলায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
জামালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত জামালপুরের সাত উপজেলায় পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধী, সাজাপ্রাপ্ত আসামি মাদক ব্যবসায়ীসহ মোট ৮২ জনকে গ্রেফতার করে। অপরাধকে নির্মূল করার লক্ষ্যে জেলা পুলিশের এই বিশেষ অভিযানের ফলে জামালপুরকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা যাবে। ওসি বলেন, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
শুভ্র মেহেদী/এএম/আরআইপি