সাতক্ষীরায় ১৮ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৩ অক্টোবর ২০১৭

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৮ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- রুপিয়া খাতুন, রোকেয়া, আবু তাহের, আব্দুর রহিম, রেহেনা বেগম, আলিমুদ্দীন, শাহরুখ খান, আজিজুর রহমান, জিয়ারুল ইসলাম, জুনাইদ, এনায়েতুর রহমান, মাহবুবুর রহমান, জুবায়ের, সুফিয়া খাতুন, রাশিদা বেগম, গুলশান আরা, সুমাইয়া বিবি ও সালমা খাতুন।

বিজিবির হিজলদী বিওপির কোম্পানি কমান্ডার ওমর ফারুক জানান, ভোরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদেরকে চন্দনপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নজরুল ইসলামের বাড়িতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানিয়েছে ভারতের ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরুপনগর থানার গনরাজপুর বিএসএফ ক্যাম্প সদস্যরা তাদেরকে সীমান্ত পার করে দিয়েছেন।

আকরামুল ইসলাম/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।