বিয়ে করতে এসে ভুয়া সেনা সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:২৯ এএম, ১৪ অক্টোবর ২০১৭

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিয়ে করতে এসে মো. আব্দুল মতিন নামে এক ভুয়া সেনা সদস্য আটক হয়েছেন। শুক্রবার গভীর রাতে গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর লোগো সম্বলিত পোশাক পরা ছবি ও একাধিক আইডি কার্ড জব্দ করা হয়। তার কাছে সেনাবাহিনীর মূল্যেবোধ কার্ড, পরিচয়পত্র, সেনাবাহিনীর চেতনাসমূহের কার্ড, শাখা কার্ড পাওয়া যায়। পরিচয়পত্রে মো. আব্দুল মতিন, আইডি নং-ইবি ৪৪১৫২৫, সেনা নং ৪০৫৩৫৫৮, পদবি-সৈনিক, ইস্যু তারিখ-৩০/০৫/১৫ প্রদানকারী কর্তৃপক্ষ ২৪ পদাতিক ডিভিশন উল্লেখ রয়েছে।

এলাকাবাসী জানায়, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী সদস্য পরিচয়ে আটক আব্দুল মতিন পূর্বের আলোচনা সাপেক্ষে হারুন অর রশিদের বাড়িতে তার শ্যালিকাকে বিয়ে করতে আসেন। এ সময় তার আচরণ সন্দেহজনক হলে এলাকাবাসী বিষয়টি ইসলামপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশের এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ভুয়া সেনা সদস্য মতিনকে আটক করে।

jagonews24

এ ব্যাপারে জামালপুরের সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান জানান, আটক মতিন ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার সেনেরচর ভুইয়াপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে। তার আসল নাম ফিরোজ আলী। তিনি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিভিন্ন ছদ্মনামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে প্রতারণা মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে।

শুভ্র মেহেদী/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।