নড়াইলে বিএনপির ১৫০ নেতাকর্মীকে আসামি করে মামলা
নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫০ নেতা-কর্মীকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
শনিবার রাতে কালিয়া থানার এসআই অখিল রায় বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানাগেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ছোট কালিয়া মোড় এলাকায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ব্যানার, ৫টি ককটেল, গাছের গুড়ি ও ইটের টুকরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাতেই কালিয়া থানার এসআই অখিল রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন (মামলা নং-১১)। তবে ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এই মামলাকে স্বৈরাচারী মনোভাবের প্রতিফল ও রাজনেতিকভাবে হয়রানিমূলক মামলা বলে দাবি করেছেন। নেতাকর্মীদের নামে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা এবং অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি।
হাফিজুল নিলু/এফএ/এমএস