ভারতে পাচারকালে দুই স্কুলছাত্র উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১৫ অক্টোবর ২০১৭

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে দুই স্কুলছাত্রকে উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ছাত্ররা হলো, কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের ইকবাল হোসেনের ছেলে তানভির হাসান (১২) ও একই গ্রামের শ্যামল অধিকারের ছেলে নির্জন অধিকার (১২)। তারা দুজনই কলারোয়া জি.কে.এম.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

কলারোয়া উপজেলার মাদরা বিওপির ল্যান্স নায়েক বাবুল মোল্যা জানান, বিজিবির একটি টহলদল ভারতে পাচারকালে স্কুলছাত্র তানভির ও নির্জনকে উদ্ধার করে। এ সময় বিজিবিকে দেখে দুই ছাত্রকে রেখে পাচারকারি ভ্যানচালক পালিয়ে যায়। পরে এদের উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া দুই ছাত্র জানিয়েছে শনিবার স্কুলছুটির পর এক অপরিচিত ভ্যানচালক তাদের বাবা-মা অসুস্থ বলে জানায়। সে তখনই তার ভ্যানে করে যেতে বলে। পরে তারা আর কিছু বলতে পারে না।

পরবর্তীতে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম ও ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে উদ্ধার হওয়া দুই ছাত্রকে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।