বগুড়ায় বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বগুড়ার গাবতলীতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে প্রধান আসামি করে ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এদের মধ্যে বুধবার গ্রেফতার মোরশেদ মিল্টনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।পুলিশের কাজে বাধা প্রধান ও হামলার অভিযোগ এনে বুধবার রাতে পুলিশের পক্ষ থেকে এসআই আহাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে গাবতলী উপজেলা পোস্ট অফিসের সামনে বিএনপির নেতাকর্মীরা জমায়েত হয়ে মিছিল নিয়ে উপজেলা পরিষদের গেটের সামনে পুলিশের ওপর হামলা করে। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়।
প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরা উপলক্ষে সমাবেশ ও মিছিল করাকে কেন্দ্র করে বুধবার বিকেলে গাবতলী উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ঘটে। এতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লিমন বাসার/এফএ/পিআর