জামালপুরে দেয়াল চাপায় একজনের মৃত্যু
জামালপুরে দেয়াল চাপা পড়ে আরিফ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ২টার দিকে শহরের তমালতলা পিলখানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, টানা দুইদিন ধরে প্রচণ্ড বৃষ্টি এবং বাতাসের কারণে শহরের পিলখানা এলাকায় আরিফ হোসেনের (৫০) বাসার সামনে থাকা সুপারি গাছ হেলে চলাচলের রাস্তায় পড়ে যায়।
রাস্তা দিয়ে মানুষের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য আরিফ বাসার সামনে থাকা দেয়ালে উঠে সুপারি গাছ কাটতে যায়। এ সময় দেয়াল ধসে পড়লে আরিফ নিচে চাপা পড়ে এবং তার একটি হাত ভেঙে রক্তক্ষরণ হয়।
তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। মৃত আরিফ হোসেন শহরের ইকবালপুর এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি শহরের পিলাখানা এলাকায় ভাড়া বাসা থাকতেন।
শুভ্র মেহেদী/এএম/আরআইপি