জামালপুরে লালন স্মরণোৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৩ অক্টোবর ২০১৭

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১২৭তম তিরোধান দিবস উপলক্ষে জামালপুরে লালন স্মরণোৎসব হয়েছে। জামালপুর লালন একাডেমির আয়োজনে এই লালন স্মরণোৎসব পালিত হয়।

জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত লালন স্মরণোৎসবে লালনগীতি পরিবেশন করেন বাউল সফি মন্ডলের শিষ্য বাউল বিপ্লব মন্ডল, জামালপুর লালন একাডেমির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সিরাজুল ইসলাম রনি, হামিদুল হক সিমান্ত ও আলী রাজ প্রমুখ।

এ সময় বাউল সংগীত শিল্পীরা বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের অমর সৃষ্টি মিলন হবে কতো দিনে, জাত গেলো-জাত গেলো, ধন্য ধন্য বলি তারে, তিন পাগলে হলো দেখা নদে এসে, কেবা জাগে-কেবা ঘুমায় এসব জনপ্রিয় গান পরিবেশন করে। আর লালন সাঁইজির সৃষ্টি করা এসব গান শুনে উপস্থিত শ্রোতারা আত্মার শুদ্ধি নিয়ে বাড়ি ফিরে যায়।

শুভ্র মেহেদী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।