যুবদল নেতাকে পিটিয়ে পুলিশে দিল যুবলীগ
সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের বাচ্চুকে পিটিয়ে পুলিশে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সরসকাটি বাজারে এ ঘটনা ঘটে।
আব্দুল কাদের বাচ্চু উপজেলার তুলশিডাঙ্গা গ্রামের শেখ আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু জানান, সন্ধ্যায় সরসকাটি বাজারের সোহাগের চায়ের দোকানে বসে যুবদল নেতা বাচ্চু ও জয়নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীমসহ ১০-১২ জন সরকারবিরোধী কথাবার্তা বলছিলেন। এ সময় ১২নং যুগেখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন প্রতিবাদ করলে তারা তাকে বেদম মারধর করেন। পরে বাজারে উপস্থিত অন্য নেতাকর্মীরা এসে বাচ্চুকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলায় যুবদল নেতা বাচ্চু আদালত থেকে জামিনে রয়েছেন। তবে কী কারণে যুবলীগ নেতারা তাকে ধরে পুলিশে দিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আকরামুল ইসলাম/আরএআর/আইআই