বিদ্যুতের খুঁটির নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৬:০৪ এএম, ২৭ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিডিবি) অধীনে বিদ্যুতের খুঁটি দেওয়ার কথা বলে স্থানীয় প্রতি পরিবার থেকে ৫ হাজার টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে স্থানীয় প্রভাবশালী অজুত মোল্লার নামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের কাশিপুর মুসলিমপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। তাই বিদ্যুতের খুঁটি বসানোর জন্য ওই গ্রামের প্রায় ১৫০ পরিবার থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় প্রভাবশালী অজুত মোল্লা। অথচ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিডিবি) সঙ্গে অজুত মোল্লার কোনো সম্পর্কই নেই। এছাড়া বিদ্যুতের খুঁটির জন্য সরকারি কোনো ফি নেয়ারও নিয়ম নেই।

এ ব্যাপারে কাশিপুর মুসলিমপাড়া গ্রামের অধিবাসীরা বলেন, কাশিপুর মুসলিমপাড়া গফ্ফার মোল্লার ছেলে অজুত মোল্লা আমাদের গ্রামে বিদ্যুতের খুঁটি দেয়ার কথা বলে প্রতি পরিবার থেকে ৫ হাজার টাকা করে নিয়েছে। পরে শুনেছি বিদ্যুতের খুঁটির জন্য সরকার কোনো টাকা নেয় না। অজুত মোল্লা প্রভাবশালী লোক, এখন টাকা কিভাবে তুলব।

এ ব্যাপারে চিতলিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার আনিছুদ্দিন মোল্লা বলেন, আমি জানি বিদ্যুতের খুঁটির জন্য সরকারি কোনো ফি নেয়া হয় না। অজুত মোল্লা যদি টাকা নিয়ে থাকে তাহলে ঠিক করেনি। বিষয়টি আমি দেখছি।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করলেও অজুত মোল্লা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

শরীয়তপুর পিডিবির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শ্যামা প্রশাদ মিত্র বলেন, বিদ্যুতের খুঁটির জন্য আমরা গ্রাহকদের কাছ থেকে কোনো টাকা নেই না। যদি কেউ নিয়ে থাকে এটা অপরাধ করেছে। তবে অফিসিয়ালভাবে বিদ্যুতের নতুন সংযোগ পেতে আবেদন ফি, সরকারি জমা ও মিটার বাবদ ৫ হাজার ২৫০ টাকা নেয়া হয়।

ছগির হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।