গোপালগঞ্জে জমে উঠেছে নৌকার হাট
গোপালগঞ্জে জমে উঠেছে নৌকা কেনা-বেচার হাট। বিল ও বাওড় বেষ্টিত জেলার সদর, কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার অধিকাংশ মানুষের জীবন-জীবিকার অন্যতম বাহন নৌকা।
বর্ষাকাল এলেই এসব এলাকার মানুষকে চড়তে হয় নৌকায়। এ জেলায় মুকসুদপুরের চান্দার বিল, কোটালীপাড়ার বাঘিয়ার বিল, ঝলিসার বিল, টুঙ্গিপাড়া উপজেলার বর্নির বাওড়সহ রয়েছে ৬৭টি বিল। এসব বিল ওই এলাকার প্রান্তিক জনগোষ্ঠী ও মৎস্যজীবীদের জীবন জীবিকার জন্য নৌকার উপর ভরসা করতে হয়।
বর্ষা মৌসুমে চলাচল, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত, পণ্য পরিবহন ও মৎস্যজীবীদের মাছ ধরার জন্য গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও মুকসুদপুরের বিলাঞ্চলের মানুষের নির্ভরযোগ্য ও একমাত্র বাহন হলো নৌকা। এ মৌসুমে নৌকায় করে জাল, চাঁই, বাঁশের তৈরি ফাঁদ ও বড়শি নিয়ে মৎস্য শিকারে ব্যস্ত থাকে জেলেরা।
তাই বর্ষা মৌসুম এলেই বেড়ে যায় নৌকার কদর। আর এ মৌসুমে নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করেন এ অঞ্চলের শত শত নৌকার কারিগর। কোটালীপাড়া উপজেলার রামশীল, ত্রিমোহনা, নারায়ন খানা, শুয়াগ্রাম, পীড়ার বাড়িসহ বিভিন্ন এলাকায় এসব নৌকা তৈরি করা হয়।
আষাঢ় থেকে থেকে আশ্বিন মাস পর্যন্ত কোটালীপাড়ার ঘাঘর, রামশীল, পয়সারহাট ও নারায়ন খানায় বসে নৌকার হাট। এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারহাট ও মুকসুদপুর উপজেলার কলিগ্রামেও নৌকার হাট বসে। এসব হাট থেকে ক্রেতারা শত শত ডিঙ্গি ও কোষা নৌকা কিনে তারা ঘরে ফেরে।
হাট-বাজার থেকে শুরু করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া-আসায় দরকার হয় নৌকার। ফলে বর্ষার শুরুতে এসব এলাকায় নৌকার চাহিদা বেড়ে যায়। এ সুযোগে বিভিন্ন স্থানে চলে নৌকা বানানোর ধুম। কোটালীপাড়া উপজেলার অসংখ্য পরিবার নৌকা তৈরির পেশায় নিয়োজিত। তারা গ্রামাঞ্চল থেকে কাঠ কিনে এনে নৌকা তৈরি করে থাকে। চাম্বল কাঠ দিয়ে ডিঙ্গি ও ছোট আকারের কোষা নৌকা তৈরি করা হয়।
নৌকা বিক্রেতা বাবলু, মধু ও সুভাস বালা জানান, শুধু বর্ষা মৌসুমে ব্যবহারের জন্য কম দামি ছোট ছোট নৌকা বেশি বিক্রি হয়। এবার কাঠের দাম বেড়ে যাওয়ায় নৌকার দাম একটু বাড়তি। তারপরও চাহিদা অনেক। বেচা-কেনাও হচ্ছে ভাল। একখানা ডিঙ্গি নৌকা ২/৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এবার লাভ ভাল বলে জানায় তারা।
বাঘিয়ার বিলের মৎস্যজীবী গনেশ বৈরাগী ও রূপাই হালদার জানান, প্রতি বছর মাছ ধরার জন্য নৌকা কিনতে হয়। যে সব নৌকা কিনি তা একসনা। প্রতি বছর টাকা জোগাড় করে রামশীলের ত্রি-মোহনার ভাসমান নৌকার হাট থেকে নৌকা কিনি। এবারও নৌকা কিনেছি-তবে দাম একটু বেশি পড়েছে। নৌকা মিস্ত্রিরা বলেছেন, কাঠের দাম নাকি এবার একটু বেশি।
এসএম হুমায়ূন কবীর/এআরএ/এমএস