ব্যবসায়ীর ৬ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২৫ এএম, ৩০ অক্টোবর ২০১৭

কুমিল্লায় একটি ব্যাংক থেকে ব্যবসায়ীর প্রায় ৬ লাখ টাকা কৌশলে হাতিয়ে নিয়ে গেছে একটি প্রতারক চক্র। রোববার দুপুরে জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজারের অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। পাইকারি সবজি ব্যবসায়ী আ. রাজ্জাক ৫ লাখ ৭২ হাজার টাকা ওই ব্যাংকে জমা দিতে গিয়েছিলেন।

খবর পেয়ে জেলা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে প্রতারকদের শনাক্ত এবং টাকা উদ্ধারে অভিযান শুরু করলেও রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকা উদ্ধার কিংবা কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা সদর থানাধীন চাঁদপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে আবদুর রাজ্জাক (৫৫) উত্তরবঙ্গ থেকে ট্রাকযোগে সবজি এনে নিমসার বাজার এলাকার বিভিন্ন আড়তে বিক্রি করেন। রোববার দুপুরে আবদুর রাজ্জাক নিমসার বাজারের উত্তরবঙ্গ বাণিজ্যালয় আড়তের মালিক সাইফুল ইসলামের কাছ থেকে সবজি বিক্রির ৫ লাখ ৭২ হাজার টাকা নেন। পরে তিনি ওই টাকা শপিং ব্যাগে করে নিমসার বাজার অগ্রণী ব্যাংকে যান তার একাউন্ডে টাকা জমা করতে।

ব্যাংকের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, আবদুর রাজ্জাক টাকার ব্যাগটি নিয়ে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকার সময় তার পেছনে থাকা ৩ প্রতারকদের একজন নিজের পকেট থেকে কিছু টাকা নিচে ফেলে দেন। অপর এক সদস্য এসে আবদুর রাজ্জাককে বলে তার পায়ের কাছে টাকা পড়ে আছে। এ সময় আবদুর রাজ্জাক টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের গ্লাসের সামনে রেখে নিচু হয়ে টাকা তুলতে গেলে ওই প্রতারকরা টাকার ব্যাগটি হতে নিয়ে দ্রুত ব্যাংক থেকে বের হয়ে যায়।

আবদুর রাজ্জাক নিচ থেকে টাকা তুলে দাঁড়িয়ে তার ব্যাগটি না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। ব্যাগ না পেয়ে সে চিৎকার করে বিষয়টি উপস্থিত লোকজন ও ব্যাংক কর্তৃপক্ষকে জানায়। সিসি টিভির ফুটেজে আরো দেখা যায় ব্যবসায়ী আবদুর রাজ্জাক ব্যাংকে প্রবেশের ১৫ মিনিট আগেই প্রতারক চক্রের তিন সদস্য ব্যাংকে প্রবেশ করে। পরে ওই ব্যাংকের ম্যানেজার জয়ন্ত সেন বিষয়টি পুলিশে অবিহত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর এ সার্কেল) তানভীর সালেহীন ইমন ও বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে। পুলিশ কর্মকর্তারা ব্যাংকে পৌঁছে সিসিটিভির ফুটেজ প্রত্যক্ষ এবং ব্যাংকের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন।

এ বিষয়ে রাতে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, প্রতারকরা কৌশলে ওই ব্যবসায়ীকে বোকা বানিয়ে টাকা নিয়ে সটকে পড়েছে। প্রতারক চক্রটিকে গ্রেফতার এবং টাকা উদ্ধারে অভিযান চলছে। রাতেই এ বিষয়ে থানায় মামলা হওয়ার কথা রয়েছে।

কামাল উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।