বড় ভাইয়ের মরদেহ দেখে ছোট ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:২০ এএম, ৩১ অক্টোবর ২০১৭

সাতক্ষীরার কালিগঞ্জে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার নলতা গ্রামে সোমবার রাতে এ ঘটনাটি ঘটে। বড় ভাই ফজর আলী গাজী (৭২) স্ট্রোক করে মারা যাওয়ার পর তার মরদেহ দেখে ছোট ভাই সাবেক ইউপি সদস্য কোরবান আলী গাজীরও (৭০) মৃত্যু হয়। তারা নলতা গ্রামের মৃত আলহাজ সাধু গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বড় ভাই ফজর আলী গাজী হঠাৎ স্ট্রোক করলে তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এরপর রাত ১০টার দিকে বড়ভাই ফজর আলী গাজীর মরদেহ দেখে ছোট ভাই কোরবান আলী গাজীও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যরা স্থানীয় গ্রাম্য ডাক্তার আজগার আলীকে ডাকতে গেলে তিনি আসার আগেই ছোট ভাই কোরবান আলী গাজীর মৃত্যু হয়।

এদিকে, এক ঘণ্টার ব্যবধানে আপন দু’ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালিগজ্ঞের নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।