বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল পরিমাণ মোটর পার্টস জব্দ
আমদানিকৃত পাথরের আড়ালে ভারত থেকে আনা বিপুল পরিমাণ মোটর পার্টস (গাড়ির যন্ত্রাংশ) জব্দ করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)। বুুধবার সকালে স্থলবন্দরে পাথর আনলোডের সময় বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পের সদস্যরা ট্রাকটিকে আটক করে।
সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত জব্দকৃত যন্ত্রাংশ তালিকা করে এবং পঞ্চগড় শুল্ক বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। তবে জব্দকৃত মালামাল ১৮ বিজিবি ব্যাটালিয়নে নেয়ার পর সাংবাদিকদের ভেতরে যেতে এবং ছবি তুলতে দেয়নি বিজিবি।
পঞ্চগড় ১৮ বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর আমদানিকারক রোজা ইন্টারন্যাশনাল সিঅ্যান্ডএস এজেন্ট তাসনীম এন্টারপ্রাইজ এর নামে পাথরভর্তি একটি ট্রাক ভারত থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে। রাতে ট্রাকটি বাংলাবান্ধা স্থলবন্দরেই ছিল। সকালে ট্রাকটি থেকে রোজা এন্টারপ্রাইজের আনলোড স্থানে কৌশলে পাথর আনলোড করছিল। এক পর্যায়ে পাথরের আড়ালে অবৈধভাবে আনা গাড়ির যন্ত্রাংশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পের সদস্যরা জব্দ করে সদর ব্যাটালিয়নে পাঠায়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়রে অধিনায়ক আল হাকিম মোহাম্মদ নওশাদ বলেন, পাথরভর্তি ট্রাকের মধ্যে গাড়ির স্প্রিং পাত লুকানো ছিল। জব্দকৃত মালামালের সঠিক পরিমাণ জানা যায়নি। এ ছাড়া ব্যাটালিয়নের ভেতর ছবি নেয়ার সুযোগ নেই। তবে সিজার লিস্ট শেষে নিয়ম অনুযায়ী শুল্কগুদাম কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।
সফিকুল আলম/এমএএস/এমএস