প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ক্যানসার আক্রান্ত মুক্তিযোদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:২২ এএম, ০৬ নভেম্বর ২০১৭

ক্যানসার আক্রান্ত মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল আউয়াল আখঞ্জিকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে এক অনুষ্ঠানে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন তার হাতে প্রধানমন্ত্রীর অনুদানের একলাখ টাকার চেক তুলে দেন।

প্রধানমন্ত্রীর তরফ থেকে অনুদান পাওয়ায় বেজায় খুশি আব্দুল আউয়াল ও তার স্বজনরা। আব্দুল আউয়াল তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের বাসিন্দা।

গত ২০ জুন ‘বাঁচতে চান ক্যানসার আক্রান্ত মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল’ শিরোনামে পাঠকপ্রিয় নিউজপোর্টাল জাগো নিউজে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি স্থানীয় এমপিকে মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালের প্রয়োজনীয় কাগজপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলেন।

এদিকে প্রধানমন্ত্রীর নির্দশনা পেয়ে অসুস্থ এ মুক্তিযোদ্ধার চিকিৎসার খোঁজ নিতে স্থানীয় এমপি থেকে শুরু করে দলের প্রভাবশালী একাধিক নেতা ও সহযোদ্ধাদের দীর্ঘ লাইন পড়ে যায়।

রাজু আহমেদ রমজান/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।