ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৭ নভেম্বর ২০১৭

ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ফিরোজ আমিন সরকারকে (এটিএনবাংলা) সভাপতি এবং তানভীর হাসান তানুকে (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন) সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হল রুমে দ্বি-বার্ষিক নির্বাচনী সভা অনুষ্ঠিত। সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জাকির মোস্তাফিজুর রহমান মিলু (এসএটিভি), সহ-সাধারণ সম্পাদক শামসুজ্জোহা (দীপ্ত টিভি), সাংগঠনিক ও অর্থ সম্পাদক রবিউল এহসান রিপন (ডিবিসি নিউজ), নিবার্হী সদস্য জয়নাল আবেদীন বাবুল (আরটিভি) ও এসএম জসিম উদ্দিন (একুশে টেলিভিশন)।

নিবার্চন পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ, শাহীন ফেরদৌস ও মনসুর আলী।

রবিউল এহসান রিপন/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।