রান নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের আঘাতে কলেজছাত্রের মৃত্যু
পটুয়াখালীর গলাচিপায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে নাইম ইসলাম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে গলচিপার লামনা গ্রামে এ ঘটনা ঘটে। নাইম বকুলবাড়িয়া ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বকুলবাড়িয়া ইউনিয়নের নাইম পার্শ্ববর্তী গ্রাম লামনায় ক্রিকেট খেলতে যায়। খেলার সময় রান নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে মাথায় গুরুতর আহত হয় নাইম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর