গাংনীতে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:১৩ এএম, ০৯ নভেম্বর ২০১৭

মেহেরপুরের গাংনীতে শ্যামলী পরিবহনের ধাক্কায় সুজন হোসেন (২৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়ীয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন হোসেন উপজেলার গাড়াডোব গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন হোসেন নিজ বাড়ি থেকে ট্রাক্টর নিয়ে বাঁশবাড়ীয়া গ্রামে ট্রাক্টর মালিক আব্দুল হালিমের বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টর উল্টে মাথায় আঘাত পান সুজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়েছে।

আসিফ ইকবাল/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।