ডামুড্যায় ২০ মণ জাটকা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০২:৪২ এএম, ১১ নভেম্বর ২০১৭

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের তিলই বটতলা সড়কে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় দুই মাছ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোর পৌনে ৫টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) থান্দার খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

আটকরা হলেন, ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরভয়রা গ্রামের মৃত জুলহাস খার ছেলে ওবায়দুর রহমান (৪০) ও গোসাইরহাট উপজেলার গরীবেরচর ইউনিয়নের জালালপুর গ্রামের মেহের আলী মীরের ছেলে মজিবুর রহমান (৪২)।

সিনিয়ির সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) থান্দার খায়রুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।