মুন্সীগঞ্জে বিদেশি পিস্তলসহ ডাকাত আটক
মুন্সীগঞ্জ সদরের কালিরচর গ্রামে অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ ডাকাত সদস্য রুহুল আমিনকে (২৮) আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বেলা পৌনে ২টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর গ্রাম থেকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি মো. ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিরচর গ্রামে অভিযান চালিয়ে ডাকাত রুহুলকে আটক করা হয়।
তিনি আরও জানান, রুহুল আমিন কয়েকজন সঙ্গী নিয়ে এই অঞ্চলের নৌপথে প্রায়ই ডাকাতি করে থাকে। তার অন্যান্য সঙ্গীদের খোঁজে জিজ্ঞাসাবাদ চলছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি