চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:২৭ এএম, ১৮ নভেম্বর ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপুর মুন্সিপাড়া ও নামোচকপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার গভীর রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার সাহাপুর মুন্সিপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. বাবু (৩০) ও নামোচকপাড়া গ্রামের সাহেবজানের ছেলে সাদিকুল ইসলাম (৪০)।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ শনিবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সাহাপুর মুন্সিপাড়ায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে এটি পিস্তুল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ বাবুকে আটক করে র‌্যাব। এর আগে নামোচকপাড়া গ্রামে সাদিকুলের বাড়িতে অভিযান চালিয়ে তার বিছানার নিচ থেকে একটি পিস্তুল, দুটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদিকুলকে আটক করে র‌্যাব।

মোহা.আব্দুল্লাহ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।