জয়পুরহাটে ছাত্রদলের ৬ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট 
প্রকাশিত: ১১:২০ এএম, ১৮ নভেম্বর ২০১৭

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করার সময় থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- শহরের ধানমন্ডি এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং জয়পুরহাট থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম। 

এছাড়া অন্যান্য ছাত্রদল কর্মীরা হলেন- শহরের পশ্চিম ধানমন্ডি এলাকার মতিয়ার রহমানের ছেলে রাতিক, নয়াপাড়া এলাকার হবিবর রহমানের ছেলে রনি, কালাই উপজেলার পুনুট এলাকার নুর মোহামম্মদের ছেলে সোহান, মামুনুর রশিদের ছেলে কাফি ও ক্ষেতলালের হবিবর রহমানের ছেলে আবদুল মোমিন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের (ওসি-তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, শনিবার দুপুরে শহরের বাটারমোড় এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার পলাতক আসামি।

রাশেদুজ্জামান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।