কুষ্টিয়ায় রাইস মিলে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২০ নভেম্বর ২০১৭

কুষ্টিয়ার খাজানগরে রাইস মিলে বয়লার বিস্ফোরণে সাবিয়া খাতুন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরো দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার রাতে স্থানীয় দাউদ মন্ডল রাইস মিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ অপর দু’জন হলেন- রামেলা খাতুন (৩৯) ও সামছুল হক (৩৭)। তারা সবাই দাউদ মন্ডল রাইস মিলের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিন শ্রমিক ওই বয়লারে ধান সিদ্ধ করছিলেন। রাত ৮টার দিকে হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হলে সাবিয়া খাতুনসহ আরো দুই শ্রমিক দগ্ধ হন। গুরুতর অবস্থায় ৩ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সাবিয়াকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেয়ার পথে কুমারখালীতে তার মৃত্যু হয়।

আল-মামুন সাগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।