ফরিদগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশিত: ১১:৫২ এএম, ২৩ নভেম্বর ২০১৭

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল বাশার কালু পাটওয়ারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...............রাজিউন)।

বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, দুপুরে যোহরের নামাজ আদায়রত অবস্থায় তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ফরিদগঞ্জ ডায়াবেটিক সেন্টারে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. জাহাংগীর আলম শিপন জানান, কালু পাটওয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এদিকে মাহবুবুল বাশার কালু পাটওয়ারীর মৃত্যুতে ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।