নান্দাইলে চাচাসহ তিন ভাইকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০৩ জুলাই ২০১৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই দুইজন আত্মীয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাশাতি গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহতরা হলেন, বাবা বিল্লাল মিস্ত্রি (৪০) ছেলে ফরিদ (৩০), পাভেল (১৪) ও হিমেল (১২)।
পাভেল ও হিমেল স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম ও ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।

ঘটনার সময় বিল্লালের স্ত্রী বানেশা ঘাতক জামাল ও কামালকে বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর যখম করে তারা। বানেশাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঘাতক জামাল ও কামাল বিল্লালের ভাতিজা। তারা দুজনে বিল্লালের আরেক মায়ের ছেলে লাল মিয়ার সন্তান। দুজনেই ময়মনসিংহের বাইরে থাকে।

জমি ও পারিবারিক বিরোধের জের ধরে বাবা ও তিন ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) হারুন-অর রশিদ।

তিনি আরও জানান, রাত ১২টার দিকে ঘটনাস্থলে নান্দাইল মডেল থানা পুলিশকে পাঠানো হয়েছে।

আতাউল করিম/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।