মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। এসময় অপর একজন গুরুতর আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এতে আরোহী দুই বন্ধু কাঞ্চন মৃধা (৩০) ও রুবেল মোড়ল (২৮) ঘটনাস্থলেই নিহত হন। অপর বন্ধু মো. বিপ্লব মাদবর (২৯) গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
নিহত কাঞ্চন মৃধা শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল খালেক মৃধার ছেলে ও রুবেল মোড়ল কাদিরপুর ইউনিয়নের মোজ্জাফরপুর গ্রামের ইসমাইল মোড়লের ছেলে। এছাড়া গুরুতর আহত বিপ্লব মাদবর কাদিরপুর ইউনিয়নের শফি হাওলাদারের কান্দি গ্রামের আবদুল মান্নান মাদবরের ছেলে।
শিবচর থানার পরিদর্শক মো. জাকির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
নাসিরুল হক/এফএ/আইআই