চাঁপাইনবাবগঞ্জে ৯টি পিস্তল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:১৫ এএম, ২৮ নভেম্বর ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রাম থেকে ৯টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার দিবাগত রাতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রাশেদ আলী মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানান, রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়ি ঘেরাও করে বাড়ির দরজা খুলতে বলে বিজিবির একটি দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আব্দুল মান্নান (৬৫) ও তার ছেলে সাদিকুল ইসলাম বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

পরে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক ও মেম্বার জিয়াউর রহমানের উপস্থিতিতে বাড়ির ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় মান্নানের ঘরের খাটের নিচ থেকে ৪টি পিস্তল, ড্রামের মধ্যে চাউলের কুড়ার ভেতর থেকে ১টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন এবং হাঁসের খোয়াড়ের ভেতর থেকে ৪টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক আব্দুল মান্নান ও তার ছেলে সাদিকুলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।