শরীয়তপুরে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:২৫ এএম, ২৯ নভেম্বর ২০১৭

শরীয়তপুর পৌরসাভার ধানুকা এলাকায় সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য। বুধবার সকাল থেকে এ অভিযান শুরু হয়েছে।

শংকর চন্দ্র বৈদ্য বলেন, জেলার সরকারি খালগুলো দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে ওইসব স্থাপনা উচ্ছেদ করছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, জেলার খালের উপর পাকা বাড়ি, কালভার্ট, দোকানপাট, নির্মাণ করা হয়েছে। কিছু কিছু জায়গায় খাল বন্ধ করে দোকান ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। যার ফলে বন্ধ হয়ে যাচ্ছে খালের পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে জলাবদ্ধতার উপক্রম হচ্ছে।

ছগির হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।