না.গঞ্জে তিনটি মুড়ি কারখানাকে জরিমানা


প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৬ জুলাই ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির অভিযোগে তিনটি মুড়ি কারখানাকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জেবিন বিনতে শেখ এ জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জেবিন বিনতে শেখ জাগো নিউজকে জানান, ফতুল্লার দাপা এলাকায় কয়েকটি মুড়ি কারখানায় অস্বাস্থ্য পরিবেশে মুড়ি তৈরি করছে এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রবিউল টেড্রার্স, ভান্ডারি টেড্রার্স ও ভাই ভাই ফুড নামে তিনটি মুড়ি কারখানাকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরো জানান, কারখানার তিনটির বিএসটিআই`র নেই কোনো ছাড়পত্র, নেই শ্রমিকদের স্বাস্থ্য সার্টিফিকেট ও অস্বাস্থ্য পরিবেশে মুড়ি তৈরি করে বাজারজাত করছে।     

শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।