বুধবার লালমনিরহাটে অর্ধদিবস হরতাল
লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সদস্য ও মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ফখরুল ইসলাম বুলেটের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ ও নিহতের পরিবার। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানবন্ধন শেষে এ ঘোষণা দেয়া হয়।
বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে এ হরতাল পালনের ঘোষণা দেয়া হয়। এতে রংপুর-লালমনিরহাট মহাসড়ক এবং লালমনিরহাট-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী ঝুমা বেগম, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য দিলরুবা পারভীন, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমেদুল ইসলাম বিপ্লব ও সাবেক সভাপতি গোলাম ফারুক ফরহাদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রী অমল চন্দ্র রায় প্রমুখ।
উল্লেখ্য, ২৭ জুন রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্শ্ববর্তী হারাটি ইউনিয়নের যুবলীগ কর্মী আমিনুল খানের হাতে নির্মমভাবে নিহত হন সদর উপজেলা যুবলীগের সদস্য ও মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ফখরুল ইসলাম বুলেট। পরদিন এ ঘটনায় বুলেটের বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এ পর্যন্ত পুলিশ প্রধান আসামি আমিনুল ইসলাম খানের দুই সহযোগীকে গ্রেফতার করলেও মূল হোতাকে গ্রেফতার করতে পারে নি।
রবিউল হাসান/এসএস/এমএস