‘৬ মাসের মধ্যেই দৃশ্যমান হবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৭

বাগেরহাট- ৩ (রামমাল-মোংলা) আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক বলেছেন, যেখানে সাঁকো আর কাঁচা রাস্তা ছাড়া কিছুই ছিল না, সেই মোংলা ও রামপালের সব জায়গায় এখন ব্রিজ, কালভার্ট ও পিচ ঢালা সড়ক। চারপাশে গড়ে উঠেছে শিল্প কলকারখানা। আগামী ছয় মাসের মধ্যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দৃশ্যমান হবে। না গেলে বুঝা যাবে না সেখানে কি কর্মযজ্ঞ চলছে।

মোংলার কলেজ এবং টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজকে সরকারিকরণ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে মোংলার ‘টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ’ সরকারিকরণ করায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তালুকদার আব্দুল খালেক বলেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রীর দৃঢ়তায় পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে।

অনুষ্ঠানে সাবেক এমপি তালুকদার হাবিবুন নাহারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শওকত বাবু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।