শেরপুরে নিখোঁজের ৬ মাস পর হত্যা মামলা
শেরপুরে নিখোঁজের ৬ মাস পর অবশেষে আদালতে হত্যা মামলা দায়ের করেছেন এক হতভাগ্য বাবা। মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়।
পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ নিয়মিত মামলা গ্রহণ সাপেক্ষে দ্রুত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৮) ১১ জানুয়ারি সন্ধ্যায় প্রতিদিনের মতো ভাড়ায় চালানোর জন্য নিজের টিভিএস ১০০ সিসি মোটরসাইকেলটি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায় নি।
নিখোঁজ মোটরসাইকেল চালক জাহিদুলের বাবা ইউসুফ আলীর অভিযোগ, পার্শ্ববর্তী কাকরকান্দি গ্রামের সাবেক মেম্বার মোক্তার হোসেনের ছেলে ফারুক হোসেনের (২৯) সাথে আত্মীয়তা ও বন্ধুত্বের সূত্রে প্রায় ৪ বছর আগে জাহিদুল স্থানীয় চৌরাস্তা বাজারে ‘ওরা দুইজন ঋণদান সমবায় সমিতি লি.’ প্রতিষ্ঠা করে। সমিতির মূলধন প্রায় ১২ লাখ টাকায় উন্নীত হলে ফারুক এড়িয়ে যেতে থাকে জাহিদুলকে। প্রায় ৭ মাস আগে তাদের অংশীদারিত্ব নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হলে হালখাতা শেষে অংশীদারিত্ব ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হয়।
ওই অবস্থায় গত ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে ফারুক হোসেন বন্ধু জাহিদুলের বসতবাড়িতে গিয়ে পার্শ্ববর্তী ভোগাইপাড় এলাকায় যাত্রা দেখার কথা বলে মোটরসাইকেলসহ নিয়ে যায়। পরদিন ফারুক ফিরে এলেও জাহিদুল ফিরে না আসায় তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এদিকে, জাহিদুলের খোঁজ-খবর নিতে তার বাবা ফারুকের বাড়িতে গিয়ে জাহিদুলের পায়ের কেডস দেখতে পাওয়ায় সন্দেহ হয়। ওই ঘটনায় জাহিদুলের বাবা নালিতাবাড়ী থানায় অভিযোগ দিতে গেলে থানা পুলিশ অভিযোগ না নিয়ে একটি জিডি গ্রহণ করে। এরপর জাহিদুলের এক চাচার মোবাইল ফোনে কয়েক দফা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে সে বিষয়টিও থানা পুলিশকে অবহিত করা হয়। বিষয়টি স্থানীয় পত্র-পত্রিকাতেও ছাপা হয়। কিন্তু এরপরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় অবশেষে ফারুক ও তার বাবাসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানান, নিখোঁজ মোটরসাইকেল চালক জাহিদুলের বাবার আদালতে হত্যা মামলার অভিযোগ দায়ের করার বিষয়টি তিনি অবগত নন। আদালত থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হবে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
হাকিম বাবুল/এসএস/এমআরআই