এই দিনে মুক্ত হয় চাঁদপুর
আজ ৮ ডিসেম্বর। চাঁদপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে চাঁদপুর পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। ভারতের মাউন্টেন ব্রিগেড ও ইস্টার্ন সেক্টরের মুক্তিযোদ্ধাদের যৌথ আক্রমণে ৩৬ ঘণ্টার তীব্র লড়াইয়ের পর ৮ ডিসেম্বর জেলার হাজীগঞ্জ এবং বিনা প্রতিরোধেই চাঁদপুর শহর মুক্ত হয়।
হাজীগঞ্জের যুদ্ধ যখন সমাপ্তির দিকে, তখন পাকিস্তান ৩৯ অস্থায়ী ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল রহিম খান চাঁদপুর থেকে পালিয়ে যান। এখান থেকে তিনি কয়েকটি গানবোট, স্টিমার ও লঞ্চযোগে নারায়ণগঞ্জের দিকে যাত্রা করেন।
৮ ডিসেম্বর ভোরে ভারতীয় বিমানবাহিনী মেঘনাবক্ষে পলায়নরত নৌ-বহরের ওপর হামলা চালায়। এতে জেনারেল রহিম আহত এবং সঙ্গীয় কিছু নিহত হন। জেনারেল রহিম পাকবাহিনীর আত্মসমর্পণের কিছু আগেই হেলিকপ্টারযোগে পালিয়ে যান।
শহরের জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত একটি স্মৃতিস্তম্ভ, বড় স্টেশন মোলহেডে অগণন শহীদদের স্মরণে রক্তধারা নামে বধ্যভূমি ও হাজীগঞ্জ উপজেলায় ১১ জন শহীদের স্মৃতি নিয়ে নাছিরকোট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ রয়েছে।
মুক্তদিবস উপলক্ষে আজ চাঁদপুরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য ডা. দীপু মনি। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
ইকরাম চৌধুরী/বিএ