মানিকগঞ্জে মাহমুদুর রহমানের বিরুদ্ধে জিডি
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানিকগঞ্জের দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের ব্যক্তিগত সহকারী নিজাম হোসেন শুক্রবার রাতে এ জিডি করেন।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও অভিযোগটি আইসিটি অ্যাক্টের অনুমোদনের জন্য পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। পুলিশ সদর দফতরের অনুমোদন পেলে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে।
জিডি সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক সাংবাদ সম্মেলনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন।
বি.এম খোরশেদ/আরএআর/আরআইপি