কুড়িগ্রামে ওয়ার্কাস পার্টির নেতাকে পুলিশী নির্যাতনের প্রতিবাদ
কুড়িগ্রাম জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কমরেড রোবেল আলম মন্ডলের উপর পুলিশী নির্যাতনের বিচার এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব মোখছেদুর রহমান মিরান, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক নজির হোসেন, রাজারহাট উপজেলা কৃষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, হামিদুল প্রমুখ।
বক্তারা বলেন, এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা। প্রকৃত ঘটনা আড়াল করে রাজারহাট থানা পুলিশ মিথ্যা মামলায় ওয়ার্কাস পার্টির নেতা রোবেল আলম মন্ডলকে গ্রেফতার করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। তাই নির্যাতনকারী রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ ও উপপরিদর্শক (এসআই) শাহিনুরের বিচার ও অপসারণের দাবি জানানো হয়।
রাজারহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জাগো নিউজকে বলেন, নির্যাতনের অভিযোগ পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। প্রকৃত ঘটনা হলো, তাকে রাতে গ্রেফতার করে থানায় আনার পর তিনি অসুস্থ্য হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাজমুল হোসেন/এমজেড/পিআর