১৬ দিন পর কাঁটাতার থেকে মুক্তি পেলো পরিবারটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৩৯ এএম, ১৫ ডিসেম্বর ২০১৭

৮ জায়গায় কাঁটাতারের বেড়া ও ইটের সীমানা প্রাচীর দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেয় প্রতীবেশীরা। এতে সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে তিন সদস্যের পরিবারটি। সাতক্ষীরার তালা উপজেলার দক্ষিণ নলতা গ্রামের পরিবারটি অবশেষে পুলিশের প্রচেষ্টায় ১৬ দিন পর বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।

পূর্ব শত্রুতার জের ধরে গত ২৮ নভেম্বর মৃত ডা. রেজোয়ান মোড়লের ছেলে হাবিবুর রহমান মোড়লের পরিবারটিকে অবরুদ্ধ করে রাখে প্রতিবেশী মৃত আকিমউদ্দিন মোড়লের ছেলে সামাদ মোড়ল ও আমজেদ মোড়লের ছেলে পশু চিকিৎসক রহমান। ২/৩ দিন ধরে হাবিবুরদের বাড়ির চারিপাশে কমপক্ষে ৮টি জায়গায় কাঁটা, বেড়া ও ইটের সীমানা প্রাচীর দিয়ে ঘিরে দেয়।

এতে পরিবারের ৮৫ বছরের বৃদ্ধা রিজিয়া বেগম ও কলেজ ছাত্র হাবিবুর রহমান (২২) বাইরে যেতে পারেনি। গত ১৬ দিনে গোসল পর্যন্ত করতে পারেননি তারা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারটিকে মুক্ত করা হয়েছে। পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটেছে। অভিযুক্তরা সম্পর্কে তাদের চাচাতো ভাই। জমিজমা ভাগ বাটোয়ারা না হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে তারা।

আকরামুল ইসলাম/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।